রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় ৩ লাখ সিম

২৮ নভেম্বর, ২০১৯ ১২:০০  
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ব্যবহৃত হচ্ছে তিন লাখ সিম। এসব সিমে ভয়েস কল ছাড়া মোবাইলের সকল সেবা বন্ধ করে দেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পেয়ে ওই এলাকায় ভয়েস কল ছাড়া সকল সুবিধা সঙ্কুচিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে টেলিকম অপারেটররা। সূত্রমতে, থ্রিজি নেটওয়ার্কের পর টুজি ইন্টারনেট এবং এসএমএস ও এমএমএসসহ অন্যান্য সেবাও বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)। পাশাপাশি চালু সিমগুলো যেসব আইডি’র বিপরীতে নিবন্ধত হয়েছে সেগুলোর তথ্যসহ সিমের এমএসআইএসডিএনের তথ্যও অপারেটরদের কাছে চাওয়া হয়েছে। জানাগেছে, ক্যাম্প এলাকা পরিদর্শন করে সম্প্রতি কমিশন বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভয়েস কল সেবা ছাড়া সকল মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধন্ত নিয়ে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বিটিআরসি রোহিঙ্গা এলাকায় দিনে ১৩ ঘন্টা থ্রিজি ও ফোরজি বন্ধ রাখে। পরদিন এই মেয়াদ বাড়িয়ে অনির্দিষ্ট সময়ের জন্য থ্রিজি ও ফোরজি বন্ধ করে দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের কাছে আর কোনো সিম বিক্রি না করতেও নির্দেশনা দেওয়া হয়।